Barak UpdatesHappeningsBreaking News
উইমেন্স কলেজে বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্মের জন্মদিবস পালন
ওয়েটুবরাক, ২ এপ্রিল : গত রবিবার উইমেন্স কলেজে বডোফা উপাধিতে সম্মানিত বড়ো ছাত্রনেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব উপেন্দ্রনাথ ব্রহ্মের জন্মজয়ন্তী ‘ছাত্র দিবস’ উপলক্ষে একটি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা বড়োফা উপেন্দ্রনাথ ব্রহ্মের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। ড. সঙ্ঘমিত্রা দেবনাথ উপেন্দ্রনাথ সম্পর্কে বলেন, তিনি ছিলেন সদৌ বড়ো ছাত্র সংস্থার সভাপতি৷ বড়ো জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। ‘ছাত্রদিবস’ উপলক্ষে ছাত্রীদের জন্য এক ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অধ্যাপক উদ্দীপন মিশ্র ও অধ্যাপক অভিনন্দন চৌধুরীর পরিচালনায় ক্যুইজ প্রতিযোগিতার পর পুরস্কার বিতরণ করা হয়।
সে দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীদের পাশাপাশি অংশগ্রহণ করেন অধ্যাপক ড. নৃত্যেন্দু দাস, ড. সরিতা আচার্য, ড. সর্বাণী বিশ্বাস এবং ড. অর্পিতা দে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।