Barak UpdatesHappeningsBreaking News
উইমেন্স কলেজে ছাত্রীদের বিদায় সংবর্ধনায় শিক্ষক-কর্মচারীদের সদর্থক ভূমিকার কথা শোনালেন অধ্যক্ষ
ওয়েটুবরাক, ২৬ আগস্ট : স্নাতক অন্তিম বর্ষের ছাত্রীদের বিদায় সংবর্ধনা দিল উইমেন্স কলেজ, শিলচর। শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কলেজের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রীদের বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে আসাম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য পরিবেশিত হয়৷ তাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ ড. মনোজকুমার পাল বলেন, ছাত্রীদের কলেজ জীবনে নবীনবরণ ও বিদায়ী অনুষ্ঠান একটা বিশেষ মানে রাখে। এই কলেজের প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা ও অফিসের কর্মচারীরা ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করে আসেন। শিক্ষক-শিক্ষিকারা সব সময় ছাত্রীদের যত্ন সহকারে পাঠদান করেন, যাতে তারা জীবনের পথে শিক্ষার সঙ্গে সঙ্গে মূল্যবোধের জ্ঞান অর্জন করে এগিয়ে যেতে পারে ও সফল নাগরিক হয়ে উঠতে পারে। অধ্যক্ষ সব বিদায়ী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন I
বিদায়ীদের মধ্যে থেকে কয়েকজন ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কলেজ জীবনের নানা সময়ের কথা তুলে ধরে। কলেজের বাংলা বিভাগের প্রয়াত অধ্যাপক ড. জয়তী চক্রবর্তীর কথাও এদিন স্মৃতিচারণ করে এক ছাত্রী।