Barak UpdatesHappeningsCultureBreaking News
উইমেন্স কলেজে ইয়ুথ থিয়েটার ওয়ার্কশপ
ওয়েটুবরাক, ১৬ জুন : উইমেন্স কলেজ শিলচরের আইকিউএসি এবং কো-কারিকুলার অ্যাকটিভিটি সেলের যৌথ উদ্যোগে এক দিবসীয় ইয়ুথ থিয়েটার ওয়ার্কশপ শীর্ষক অনুষ্ঠিত হয়।মূলত ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য রেখে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল৷ রিসোর্সপার্সন হিসেবে ছিলেন বরাক উপত্যকার সুপরিচিত নাট্যদল ‘ভাবীকাল’-র সভাপতি রঞ্জনকুমার দাস, ভাবীকালের সচিব-নির্দেশক শান্তনু পাল এবং অ্যাকাডেমি অফ থিয়েটার আর্টস ইউনিভার্সিটি অফ মুম্বাইর ভিজিটিং ফ্যাকাল্টি সায়ন্তনী পাল৷ কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন বিভাগের অধ্যাপকরাও উপস্থিত ছিলেন।
কর্মশালায় উইমেন্স কলেজের ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে৷ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. দেবশ্রী দত্ত। তিনি তাঁর ভাষণে উল্লেখ করেন, নতুন জাতীয় শিক্ষানীতিতে স্কিল ডেভেলপমেন্টের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই কর্মশালা ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিশেষ সহায়ক হবে। ভাবীকালের প্রাণপুরুষ তথা ওই কর্মশালার ক্যাম্প ডিরেক্টর শান্তনু পাল বলেন, এই ধরনের কর্মশালা থেকে শিক্ষার্থীরা থিয়েটার এবং পারফর্মিং আর্টস সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করে। অনুষ্ঠানে অতিথিদের বরণ করেন কলেজের আইকিউএসি সংযোজক ড. শান্তনু দাস ও কো-কাররিকুলার অ্যাকটিভিটি সেলের আহ্বায়ক ড. সর্বাণী বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. সুস্পিতা দাস।