India & World UpdatesHappeningsBreaking News
ইস্তানবুলে বিস্ফোরণ, ৬ জনের মৃত্যু
ওয়েটুবরাক, ১৪ নভেম্বর : রবিবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে তুরস্কের রাজধানী ইস্তানবুল। বিস্ফোরণে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫৩ জন।
ইস্তানবুলের ব্যস্ত রাস্তায় বিস্ফোরণের পরই আতঙ্ক ছড়িয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা না গেলেও, এটিকে আত্মঘাতী হামলা বলেই মনে করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর্ডোগান। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, হামলাকারীর খোঁজেও শুরু হয়েছে তল্লাশি অভিযান।
ইস্তিকালাল স্ট্রিটের একটি রেস্তোরাঁর কর্মী মেহমেট আকুস বলেন, “বিস্ফোরণের শব্দ কানে পৌঁছতেই ভয়ে কেঁপে ওঠে ভিতরটা। রেস্তোরাঁয় যারা ছিলেন, তারা সবাই পাথরের মতো হয়ে যান। চোখেমুখে আতঙ্ক, একে অপরের দিকে তাকাচ্ছিলেন শুধু। কয়েক মুহূর্ত পরেই সকলে ছুটে পালিয়ে যান। কীই বা করার ছিল আর তাদের।”
আরেক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের শব্দ এতটাই জোরে ছিল যে বেশ কিছুক্ষণ কানে শুনতে পাচ্ছিলেন না। হুঁশ ফিরতে কোনওমতে ঘটনাস্থল ছেড়ে পালান।
ইস্তানবুলে বিস্ফোরণের ঘটনায় ভারত উদ্বেগ ব্যক্ত করেছে৷ নিহতদের আত্মার সদগতি ও জখমদের দ্রুত আরোগ্য কামনা করা হয়৷