Barak UpdatesHappeningsBreaking News

ইয়াসির নাগরিক সভায় ডিলিমিটেশনের বিরুদ্ধে আন্দোলনের ডাক

ওয়েটুবরাক, ৩ জুলাই : ডিলিমিটেশন প্রস্তাবের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে৷ বরাক উপত্যকার স্থানে স্থানেও প্রতিবাদী সভা-সমিতি চলছে৷ রবিবার শিলচর মালুগ্রামে এক নাগরিক সভার আয়োজন করে ইয়ুথ এগেনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি)৷ শহরের ছয়টি ওয়ার্ডকে কেটে উধারবন্দে যুক্ত করার প্রতিবাদে সভায় সোচ্চার হন সবাই৷ ইয়াসির সভাপতি সঞ্জীব রায় বলেন, ছয় ওয়ার্ড কাটার বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে হবে শহরের প্রতিটি জনতাকে৷ জোরালো বক্তব্য রাখেন বাসুদেব শর্মা, সীমান্ত ভট্টাচার্য, অমিত চক্রবর্তী, ভাস্কর দত্ত, প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ৷ পৌরোহিত্য করেন প্রাক্তন পুরপ্রধান মনোজকুমার পাল৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker