NE UpdatesHappenings
ইনার লাইন পারমিটের দাবিতে মেঘালয়ে ফের আন্দোলন
১৯ নভেম্বর: ইনার লাইন পারমিটের দাবিতে ফের আন্দোলন শুরু হল মেঘালয়ে। বৃহস্পতিবার শিলংয়ে খাসি ছাত্র সংগঠন, গারো ছাত্র সংগঠন, জয়ন্তিয়া ছাত্র সংগঠন প্রভৃতি সাতটি সংগঠন অবস্থান ধর্মঘট করল। একই সঙ্গে রাজ্যের প্রবেশপথগুলিতে কড়া নজরদারির অভাব, রাজ্যকে নাগরিকত্ব সংশোধনী বিলের আওতা থেকে বাইরে রাখার দাবি ও অষ্টম তফশিলে খাসি ভাষাকে অন্তর্ভুক্ত না করারও প্রতিবাদ জানানো হয়। মেঘালয়ের প্রতিবাদী সংগঠনগুলির যৌথ মঞ্চ কমসো জানায়, তারা ২৭ নভেম্বর কালো পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল বের করবে ও ৪ ডিসেম্বর সব জেলা সদরে ইনারলাইনের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করবে৷
মঞ্চের দাবি, শাসকজোটের রাজনৈতিক সদিচ্ছার অভাবেই রাজ্যে ইনারলাইন পারমিট এখনও চালু হয়নি।