Barak UpdatesHappeningsBreaking News

ইদুজ্জোহার সময় হাইলাকান্দি জুড়ে রক্ষীদের টহল বাড়বে, জানিয়ে রাখলেন ঝা

ওয়েটুবরাক, ১৭ জুলাই : হাইলাকান্দি জেলায় আসন্ন ইদুজ্জোহা পালনের সময় বা তার প্রাক্কালে আইন-শৃঙ্খলাজনিত কোনও সমস্যার সৃষ্টি যাতে না হয়, সে জন্য সকলকে সতর্ক করে দিলেন জেলাশাসক রোহনকুমার ঝা৷ এমন কোনও পরিস্থিতির উদ্ভব হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সার্কেল অফিসার (সিও) বা থানার ওসিদের জানাতে বলেছেন তিনি।

Rananuj

জেলায় আসন্ন ইদুজ্জোহা উৎসব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে জেলার বিভিন্ন মসজিদ কমিটির কর্মকর্তা এবং মুসলিম সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে প্রশাসনের উদ্যোগে শনিবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়৷  সভায় জেলাশাসক ঝা বলেন, কোভিড প্রটোকল মেনে আসন্ন ইদুজ্জোহা পালন করতে হবে । জেলার ঈদগাহ মসজিদগুলিতে সমবেত কোনও নামাজ আদায় করা যাবে না। তবে ধর্মীয় রীতিনীতি পালন করতে কোনও বাধা নেই । পাশাপাশি কুরবানির পশুর বর্জ্য মাটির গভীরে পুঁতে রাখতে পরামর্শ দেন জেলাশাসক। পশু কুরবানির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করতেও বলেন তিনি। জেলা জুড়ে সে সময় পুলিশের টহল বাড়ানো হবে বলেও জেলাশাসক জানিয়ে দিয়েছেন৷

বৈঠকে মুসলিম সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ জানিয়ে দেন, কোভিড প্রটোকল মেনে গত রমজান মাস, ঈদুল ফিতর, মহরম, ফাতেহা দোয়াজ দহম ইত্যাদি উৎসব তাঁরা পালন করেছেন । ওইসব উৎসবে সমবেত কোনও প্রার্থনার আয়োজন করা হয়নি । এবারের ইদুজ্জোহায়ও কোভিড প্রটোকল মেনে সমবেত নামাজের আয়োজন করা হবে না ৷

বৈঠকে অংশ নিয়ে এডিসি দীপমালা গোয়ালা জানান, ঈদের আগে জেলার থানাগুলিতে শান্তি কমিটির বৈঠকে অনুষ্ঠিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শনিবার আয়োজিত বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা সারিমুল হক লস্কর, জেলা পরিষদ সদস্য নুরুল হক লস্কর , হজ কমিটির সম্পাদক আবুল হোসেন মাজারভূঞা ,আবুল হোসেন চৌধুরী, সেলিম উদ্দিন বড়ভূঁইয়া, নুরুল হক লস্কর ,আলি আক্তার তালুকদার প্রমুখ।

উল্লেখ্য সভায় জানিয়ে দেওয়া হয় সার্কল অফিসারদের (সিও) ফোন নম্বর৷ হাইলাকান্দির সিও ডেভিড কুমার বরা 8134046701, আলগাপুর সিও এ এম আহমেদ 7002665311, লালার সিও কৃষ্ণ অর্জুন বর্মন 9435455640 এবং কাটলিছড়ার সিও পুলক বিশ্বাস 7002348991৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker