Barak UpdatesHappeningsSportsBreaking News

ইটখোলা ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন মঙ্গলবার

ওয়েটুবরাক, ১৫ জানুয়ারি : আগামী ১৬ জানুয়ারি ইটখোলা অ্যাথলেটিক ক্লাব আয়োজিত ষষ্ঠ বরাক ভ্যালি প্রাইজমানি ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন৷  বিকাল পাঁচটায় ইটখোলা দুর্গামণ্ডপ প্রাঙ্গণে হবে উদ্বোধনী পর্ব৷ পরে প্রতিযোগিতাও একই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে৷ এবারের প্রতিযোগিতা সিদ্ধেশ্বর সিং ও প্রেমসাগর সিংয়ের স্মৃতিতে আয়োজন হয়েছে বলে ক্লাবকর্তারা জানিয়েছেন৷ তাঁরা বলেন, অনুর্ধ্ব ১৩ বালক-বালিকা, পুরুষ সিঙ্গলস, ডাবলস খেলা হবে৷ এ ছাড়া, এ বার নতুন এক ক্যাটাগরিতেও খেলা হবে৷ সেটি হলো সুপার ভেটারেন। প্রতিযোগী দুজনের বয়সের যোগফল হতে হবে ৮৫ কিংবা তার বেশি। দুজনের মধ্যে কারও বয়স ৩৫-এর নীচে হলে হবে না।

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker