Barak Updates
আয়ের অধিক সম্পত্তিঃ সিদ্দেকের বিরুদ্ধে তদন্তে দুর্নীতি দমন শাখা
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের বিরুদ্ধে তদন্তে নামল দুর্নীতি দমন শাখা। গতকাল থেকে তদন্তকারী দল নিলামবাজারে ঘাঁটি গাড়ে। সিদ্দেক আহমেদের বাড়ি গিয়ে তাঁর দালান, গাড়ি ইত্যাদির ছবি তুলেছে। বিভিন্নজনের কাছ থেকে তাঁর সম্পত্তি সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করছে। তবে এখনও প্রাক্তন মন্ত্রীকে কোনও কিছু জিজ্ঞেস করা হয়নি।
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গগৈ মন্ত্রিসভার শেষদিকের মন্ত্রী সিদ্দেক আহমেদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেয় সর্বানন্দ সরকার। দায়িত্ব দেয় দুর্নীতি দমন শাখাকে। বিভাগীয় সূত্রে জানা গিয়েছে, এখন শুধুই তদন্ত চলছে। তদন্ত সেরে সরকারের কাছে রিপোর্ট পেশ করা হবে। তবে তদন্তকারীদের কাছে অভিযুক্তকে দোষী বলে মনে হলে বিভাগীয় তরফে মামলা দায়ের করা হবে।
সিদ্দেক আহমেদের বক্তব্য, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। প্রকৃত তদন্ত হলে তিনি তাকে স্বাগত জানাবেন বলে উল্লেখ করেন। তাঁর কথায়, তিনি তদন্তকারীদের পূর্ণ সহায়তা করবেন।