NE UpdatesBarak UpdatesHappeningsCultureBreaking News

আসাম সরকারের আজান পীর পুরস্কার ড. অমলেন্দু ভট্টাচার্যকে

ওয়েটুবরাক, ১৭ জুন : আসাম সরকারের মর্যাদাসম্পন্ন ‘আজান পীর পুরস্কার’-এর জন্য উত্তর-পূর্বের বিশিষ্ট লোকগবেষক ড. অমলেন্দু ভট্টাচার্যকে মনোনীত করা হয়েছে৷ আগামী ২০ জুন ডিব্রুগড়ের চৌকিডিঙ্গিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে ওই পুরস্কার প্রদান করা হবে৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওই অনুষ্ঠানের প্রধান অতিথি৷ তিনিই আজান পীর পুরস্কারটি তাঁর হাতে তুলে দেবেন৷ শুক্রবার সরকারিভাবে অধ্যাপক ভট্টাচার্যকে এই মনোনয়নের কথা জানিয়েছেন সাংস্কৃতিক সঞ্চালক ড. দেবজিৎ খন্দকর৷

এমন পুরস্কারপ্রাপ্তির খবর পেয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় অমলেন্দু ভট্টাচার্য বলেন, যে কোনও পুরস্কার বা সম্মানে আনন্দ হয়৷ তাতে কাজের স্বীকৃতি মেলে৷ আজান ফকির প্রতিটি ক্ষেত্রে সমন্বয়ের বার্তা ছড়িয়ে গিয়েছেন৷ তাঁর মনোনয়নেও সমন্বয়েরই ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন তিনি৷ বলেন, এই বিষয়টা তাঁকে আরও বেশি আনন্দ দিচ্ছে৷

শিলচরের গুরুচরণ কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অমলেন্দু ভট্টাচার্যের এই পুরস্কার প্রাপ্তিতে বিভিন্ন মহলে সন্তোষ দেখা দিয়েছে৷ অনেকে তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন৷ সামাজিক মাধ্যমেও শুভেচ্ছার ঝড় বইছে৷

লোকগবেষক অমলেন্দু ভট্টাচার্যই বরাক উপত্যকা থেকে প্রথম আজান পীর পুরস্কারে সম্মানিত হচ্ছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker