NE UpdatesHappeningsBreaking News
আসাম সফরে ভুটানের রাজা ওয়াংচুক
গুয়াহাটি, ৩ নভেম্বর : ভুটানের রাজা হিসেবে প্রথমবারের মতো অসমে আসা রাজা জিগমে খেচার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই বৈঠকে মুখ্যমন্ত্রী ও ভুটানের রাজা আসাম ও ভুটান সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। বৈঠকে আসাম ও ভুটানের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করেন।
এর আগে ভুটানের রাজা আসামে পা রেখে প্রথম শক্তিপীঠ কামাখ্যা দর্শন করেন। এরপর তিনি খানাপাড়ায় প্রশাসনিক আধিকারিক মহাবিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেন। উল্লেখ্য শুক্রবার সকাল সাড়ে দশটায় এক বিশেষ বিমানে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে অবতরণ করেন ভুটানের রাজা ওয়াংচুক। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী রণোজ পেগু, পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস সহ অন্যরা। শনিবার ভুটানের রাজা কাজিরঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শন করবেন বলে জানা গেছে।