NE UpdatesBarak UpdatesHappenings

আসাম-মিজোরাম জমিবিবাদ না মিটলে সীমান্তে ভয়াবহ কাণ্ড ঘটে যেতে পারে, সতর্ক করল কংগ্রেস

ওয়েটুবরাক, ২৩ জুলাই : কয়েক দশক ধরে মিজো দুর্বৃত্তরা বরাক উপত্যকায় আসাম-মিজোরাম সীমান্তের বিভিন্ন অঞ্চলে মিজোরাম পুলিশের সহায়তায় অবৈধভাবে আসামের জমি অধিগ্রহণ করছে। বিশেষত  হাইলাকান্দি জেলার কাটলিছড়া কেন্দ্রের কচুরথল, ফাইসান এবং কাছাড় জেলার ধলাইর খুলিছড়া, ধলাখাল, রেংটিপাহাড়ের অঞ্চলগুলিকে নিজেদের লক্ষ্য হিসাবে চিহ্নিত করছে। এমনকী সম্প্রতি মিজোরা সীমান্ত অঞ্চলে আসামের লোকদের দিকে গ্রেনেড ছুঁড়েছে, দরিদ্র মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। বর্তমানে আসাম বন বিভাগের বেশ কয়েকটি অঞ্চল অবৈধভাবে মিজোদের দখলে রয়েছে।

File Image

আসাম-মিজোরাম সীমান্তের এই পরিস্থিতি বর্ণনা করে কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে মুখ্যমন্ত্রী পর্যায়ের আলোচনার দাবি জানানো হয়। প্রদেশ সম্পাদক সঞ্জীব রায় সীমান্ত সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দ্রুত এর সমাধান না হলে সীমান্তের দুপাশে বসবাস করা সাধারণ মানুষের মধ্যে মারাত্মক সংঘর্ষ ঘটে যেতে পারে। সে ক্ষেত্রে প্রচুর নিরীহ সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটবে বলেও আশঙ্কা করছেন।

তাঁর কথায়, প্রতিটি অপ্রীতিকর ঘটনার পরে দুই রাজ্যের মধ্যে প্রশাসনিক স্তরের যে আলোচনা  হচ্ছে, ওইসব একেবারেই নিরর্থক। সম্প্রতি রামনাথপুর পুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকেও আবু নন্দী, মনোজ বারই, পূর্বজয় রিয়াং, আলতাফ হুসেন, পরশুরাম হাজাম প্রমুখ কংগ্রেস নেতারাও এডিজিপি-কে এই সব কথা বুঝিয়ে বলেন। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সঞ্জীব রায় সে দিন আসাম-মিজোরাম সীমান্তের স্থায়ী সমাধানের জন্য দেরি না করে মুখ্যমন্ত্রী পর্যায়ের আলোচনার ব্যবস্থা করার জন্য ভারত সরকারকে অনুরোধ জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker