Barak UpdatesHappeningsBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ের এমটেকে স্বর্ণপদক পাচ্ছেন ড. রোজি স্বামী
ওয়েটুবরাক, ১০ সেপ্টেম্বরঃ আসাম বিশ্ববিদ্যালয়ের এমটেক পরীক্ষায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এ বার প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদকের অধিকারী হলেন শিলচর লিংক রোডের বাসিন্দা ড. রোজি স্বামী। তিনি আসাম সরকারের জলসম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার স্নেহাংশুরঞ্জন স্বামী ও সুমিতা স্বামীর কন্যা এবং শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা সোনি সোমের বোন। রোজি ভারত সরকারের অধীনস্ত পিএসইউ রেলটেল-এর জয়েন্ট জেনারেল ম্যানেজার অমিতাভ দামের সহধর্মিনী। তাঁর এই সাফল্যে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সন্তোষ প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে ড. রোজি এই বিশ্ববিদ্যালয় থেকেই বিসিএস, এমসিএস পাশ করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরে ভর্তি হন এমটেকে।