Barak UpdatesHappeningsBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত
ওয়েটুবরাক, ৬ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাড়ম্বরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হল। দুটি পর্যায়ে দিবসটি উদযাপিত হয়। সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের নক্ষত্র-বন সংলগ্ন মুক্তাঙ্গনে দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক অজিত কুমার দাস। এরপর প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্যামাপ্রসাদ বিশ্বাস এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। এরপর গোটা নক্ষত্রবন সংলগ্ন প্রাঙ্গণে বেশ কিছু মুল্যবান গর্জন গাছের চারা রোপণ করা হয়। প্রথম পর্যায়ের এই অনুষ্ঠানে পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকা অশিক্ষক কর্মী, ছাত্রছাত্রী সহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রথম পর্বের এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ অরুন জ্যোতি নাথ।
দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের নবনির্মিত ভবন প্রাঙ্গণে বেলা এগারোটায় শুরু হয়। উপস্থিত সবাই অমৃত-কুম্ভে জল ঢেলে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের সূচনা করেন। একই সঙ্গে পরিবেশিত হয় বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগের দ্বারা পরিবেশিত ‘আকাশ-ভরা-সূর্য-তারা’ গানখানি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী প্রারম্ভিক ভাষণে এবছরের পরিবেশ দিবসের মূল থিম, ‘প্লাস্টিক দূষণের প্রতিকার’ এবং কেন্দ্রীয় সরকারের ‘লাইফ স্টাইল ফর এনভারনমেন্ট’ অবলম্বনে সবাইকে একুশ-দিবসীয় পরিবেশ বান্ধব জীবন যাপনে অঙ্গীকারবদ্ধ হওয়ার শপথ বাক্য পাঠ করান। এর পর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ সুপ্রবীর দত্তরায় কবিগুরুর পরিবেশ বিষয়ক রচনার উদ্ধৃতি দিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। নবনির্মিত পরীক্ষা ভবনের সবুজায়নে রোজকান্দি চা বাগানের সক্রিয় সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন। এদিনের আমন্ত্রিত অতিথি ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক শ্যামাপ্রসাদ বিশ্বাস স্বল্প ভাষণে পরিবেশ সংরক্ষণে উপস্থিত সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। বন বিভাগের আধিকারিক জোরান আলি আহমেদও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সভাপতির ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ বিশ্ববিদ্যালয় চত্বরে আগামী দিনগুলোতে আরও বেশি পরিবেশবান্ধব কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানান। ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ প্রদোষ কিরণ নাথ। রোজকান্দি চা বাগানের প্রতিনিধি হনুমান সিংহ, আলপেস কুমার সহ প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী, ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ড. পান্না দেব এবং পরিবেশ বিজ্ঞানের গবেষিকা প্রিয়াঙ্কা সরকার। এর পর পরই উপস্থিত সবাই কেন্দ্রীয় সরকারের শিক্ষা দফতরের আয়োজিত পরিবেশ দিবসের অনলাইন অনুষ্ঠানে যোগদান করেন।