Barak UpdatesHappeningsBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ে ‘হায়ার স্টাডিজ ইন দ্য ইউএস’ শীর্ষক আলোচনাসভা
ওয়েটুবরাক, ৬ ফেব্রুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে মঙ্গলবার পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রেক্ষাগৃহে ‘হায়ার স্টাডিজ ইন দ্য ইউ এস’ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনাইটেড স্টেটস-ইন্ডিয়া এডুকেশন ফাউন্ডেশন (ইউএসআইইএফ)-এর প্রতিনিধি মেঘা রায় চ্যাটার্জি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার্থে আমেরিকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেন।
ইউএসআইইএফ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে গঠিত এক সংস্থা। তাদের লক্ষ্য, সম্ভাব্য ভারতীয় ছাত্রদের মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সঠিক, ব্যাপক এবং বর্তমান তথ্য প্রদান করা।
মেঘা রায় চ্যাটার্জি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিষয়ে উচ্চতর পড়াশোনা করার পরিকল্পনা করা শিক্ষার্থীদের পরামর্শ দেন। অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় ডিন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী স্বাগত ভাষণ দেন। প্রারম্ভিক ভাষণে অধ্যাপক চৌধুরী ইউএসআইইএফ কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। এই সুবাদে আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রচুর ছাত্রছাত্রী আমেরিকামুখী হবে বলে তিনি আশাবাদী। আর্থিক অপ্রতুলতার জন্য অনেক মেধাবী ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার্থে বিদেশ পাড়ি দিতে সাহস পায় না। আমন্ত্রিত বক্তার বক্তব্যে এবিষয়েও কিছুটা সুরাহা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন বিশ্ববিদ্যালয়ের পঞ্জিয়ক ড. প্রদোষ কিরণ নাথ এবং বিত্ত আধিকারিক ড. শুভদীপ ধর। ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন বিভাগীয় প্রধান অধ্যাপক অপরাজিতা দে। অনুষ্ঠান সঞ্চালনার এবং পরিচালনার দ্বায়িত্বে ছিলেন ক্রমে ড. পান্না দেব এবং ড. শোভন দত্তগুপ্ত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক ছাত্র ছাত্রী এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে। মূল বক্তৃতার পর দীর্ঘক্ষণ ধরে উৎসুক ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত বক্তা রায় চ্যাটার্জি।