NE UpdatesHappeningsBreaking News
আসাম পুলিশ দিবসের অনুষ্ঠানে গুয়াহাটিতে আইবির সঞ্চালক তপন কুমার ডেকা
গুয়াহাটি, ১ অক্টোবর : আসাম পুলিশের বীর শহীদদের স্মরণ করে রবিবার রাজ্যজুড়ে আসাম পুলিশ দিবস উদযাপন করা হয়েছে। গুয়াহাটির কাহিনী পাড়ার চতুর্থ আসাম পুলিশ বাহিনীর মুখ্য কার্যালয়ে আয়োজন করা আসাম পুলিশ দিবসের মূল কার্যসূচিতে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আইবির সঞ্চালক তপন কুমার ডেকা। এই অনুষ্ঠানে আসাম পুলিশের পক্ষ থেকে আকর্ষণীয় কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। মুখ্য অতিথি ডেকা আসাম পুলিশের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন।
এদিন ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, আসাম পুলিশে কাজ করার অভিজ্ঞতাই তাকে এগিয়ে যেতে বিশেষভাবে সহায়তা করেছিল। আসাম পুলিশের অবদানের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, তিনি যেখানেই যান না কেন আসাম পুলিশের জয় গান গাইতে কুণ্ঠাবোধ করেন না। উত্তর-পূর্বের মাটিতে আসাম পুলিশের অবদানের বিষয়ে ভারতের জনগণ সম্পূর্ণভাবে অবগত নন বলে তিনি এ দিন উল্লেখ করেন। এক্ষেত্রে আরো অধিক প্রচারের উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন।
আইবির সঞ্চালক বলেন, আজকের সুরক্ষিত আসামের পরিবেশের পেছনে এখানকার পুলিশের বিশেষ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে আসাম পুলিশের সঞ্চালক প্রধান জিপি সিং রাজ্য পুলিশের বীর শহীদদের কথা স্মরণ করে আসাম পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাসের বিষয়ে সবাইকে অবগত করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উল্লেখ করতে গিয়ে সিং বলেছেন, আজ থেকে আসামের মাত্র চারটি জেলায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন থাকবে। বাকি জেলাগুলো থেকে সম্পূর্ণরূপে এই আইন তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, ডিব্রুগড়, শিবসাগর, তিনসুকিয়া ও চরাইদেও ছাড়া অন্য জেলাগুলোতে ১ অক্টোবর থেকে অশান্ত অঞ্চলের তকমা সম্পূর্ণরূপে মুক্ত করা হয়েছে। এই পরিস্থিতির জন্য রাজ্য পুলিশের জওয়ানদের বিশেষ অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।