Barak UpdatesHappeningsBreaking News
আসামের নতুন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া
ওয়েটুবরাক, ১২ ফেব্রুয়ারি : রবিবার সকালে আসাম সহ ১২ রাজ্যের রাজ্যপাল বদল করা হয়েছে৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ সংক্রান্ত নির্দেশিকায় স্বাক্ষর করে জানান, আসাম, মহারাষ্ট্র, সিকিম, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, অন্ধ্র প্রদেশ, ছত্তীসগঢ়, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয় ও বিহারে নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। অরুণাচল প্রদেশের রাজ্যপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডা. বিডি মিশ্রকে বদলি করে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হয়েছে। এর আগে লাদাখের রাজ্যপাল হিসাবে আর কে মাথুরের ইস্তফা গ্রহণ করেন রাষ্ট্রপতি৷
আসামের নতুন রাজ্যপাল হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া৷ তিনি অধ্যাপক জগদীশ মুখির স্থলাভিষিক্ত হলেন৷ কাটারিয়া প্রবীণ বিজেপি নেতা৷ দীর্ঘদিন ছিলেন রাজস্থান মন্ত্রিসভায়৷ একসময় সামলেছেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরও৷
মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ইস্তফা দিয়েছেন। রবিবার তাঁর ইস্তফা পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি মুর্মু। তাঁর বদলে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসাবে বেছে নেওয়া হল রমেশ বইসকে।
অরুণাচল প্রদেশের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন লেফটেনান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) কৈবল্য ত্রিবিক্রম পরনায়ক৷ লক্ষ্মণ প্রসাদ হলেন সিকিমের নতুন রাজ্যপাল৷ সিপি রাধাকৃষ্ণন ঝাড়খণ্ডে ও শিবপ্রসাদ শুক্ল হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হয়েছেন৷ অবসরপ্রাপ্ত বিচারপতি এস আব্দুল নজির অন্ধ্রপ্রদেশে বিশ্বভূষণ হরিচন্দনের স্থলাভিষিক্ত হলেন৷ হরিচন্দনকে এ বার ছত্তিশগড়ে পাঠানো হয়েছে৷ ছত্তিশগড় থেকে মণিপুরে বদলি করা হয়েছে অনুসূয়া উইকিয়েকে৷ লা গণেশনকে মণিপুর থেকে নাগাল্যান্ডে পাঠানো হয়েছে৷ বিহারের রাজ্যপাল ফাগু চৌহান মেঘালয়ে বদলি হলেন৷ হিমাচল প্রদেশ থেকে বিহারে যাচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর৷