NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
আসামের দুই কাগজ কল বন্ধ করে চিন থেকে আমদানি! ক্ষুব্ধ জাকরু
ওয়েটুবরাক, ৩০ নভেম্বর : ২০২৩ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে কাগজ আমদানি ৪৩% বৃদ্ধি হয়েছে। ৬৪৮১ কোটি টাকার ডলার বিনিময়ে ৯,৫৯,০০০ মেট্রিক টন বিদেশি কাগজ ভারতে আমদানি করা হয়েছে৷ এর সিংহ ভাগ এসেছে চিন থেকে। ভারতের ডাইরেক্টরেট জেনারেল অব কমার্সিয়েল ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্যাটিস্টিকস-এর রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে৷
আসামের দুইটি কাগজ কল বন্ধ করে এখন দেশের কাগজের চাহিদা মেটাতে চিন সহ এশিয়ার অন্যান্য দেশ থেকে কাগজ আমদানি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বন্ধ কাগজকল দুটির অফিসার-কর্মচারীদের সম্মিলিত সংগঠন জাকরু৷
সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী বলেন, একদিকে দুই লক্ষ কর্মসংস্থান ধ্বংস, শিক্ষিত বেকার হাজার হাজার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা, আইটিআই, এমবিএ, সাধারণ গ্র্যাজুয়েট ও অন্যান্যদের ভবিষ্যৎ কর্মসংস্থান ধ্বংস , অন্যদিকে চিনের অর্থনৈতিক উন্নয়ন ও চিনের যুব প্রজন্মের কর্মসংস্থান সুনিশ্চিত করে ভারতীয় শিল্প, ভারতীয় অর্থনীতি চিনের হাতে সমর্পিত করার জঘন্য ষড়যন্ত্র চালানো হচ্ছে।
তাঁর কথায়, কাগজ কল পুনরুজ্জীবন নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা এক কলংকময় অধ্যায়৷ কাগজ কলের নামে আবন্টিত ৪১৪১ কোটি টাকা তছরুপ, বেতন বন্ধ করে রেখে এযাবৎ ১১৬ জন নিরীহ শ্রমিকের প্রাণনাশ, আর জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে বিদেশনির্ভর করার কুচক্রান্তে লিপ্ত হয়েছেন তাঁরা।
মানবেন্দ্র জানান, আমাদের সঙ্গে মউ সাক্ষরিত হওয়ার পর মুখ্যমন্ত্রী ড : হিমন্ত বিশ্ব শর্মা গত বছরের ৭ জুলাই ঘোষণা করেছিলেন, কাগজ কলের পুনরুজ্জীবন অতি সত্তর হবে, কিন্তু আজ পর্যন্তও কোনও হেলদোল পরিলক্ষিত হচ্ছে না৷
জাকরু ‘র আহবান, বিদেশি কাগজ আমদানি বন্ধ করে স্বদেশী শিল্পের উৎপাদন অবিলম্বে আরম্ভ করা হোক এবং আত্মনির্ভর ভারতের পরিকল্পনা আক্ষরিক অর্থেই প্রতিষ্ঠিত করা হউক৷
জাকরু বর্তমান সরকারের এই দেশীয় শিল্প ধ্বংসকারী ও ভারতকে পরদেশী নির্ভর করার চক্রান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন মানবেন্দ্র৷