NE UpdatesHappeningsBreaking News

আলফাকেও খালিস্তানিদের পথে হাঁটতে পরামর্শ পন্নুনের

ওয়েটুবরাক, ৪ এপ্রিল: সোমবার খালিস্তানি সংগ্রামের প্রতি সহানুভূতি জানিয়ে ও আসামে শিখদের উপরে কখনও কোনও ধরনের অত্যাচার হয়নি জানিয়ে খোলা চিঠি পাঠিয়েছিলেন আলফা স্বাধীনের প্রধান পরেশ বরুয়া। তার জবাবে মঙ্গলবার জবাবি খোলা চিঠি পাঠালেন শিখস্ ফর জাস্টিসের মুখপাত্র, নিষিদ্ধ ঘোষিত নেতা গুরপতওয়ন্ত সিংহ পন্নুন। পাশাপাশি সংবাদমাধ্যমে ফোন করে জানালেন, শিখস্ ফর জাস্টিসের বিরুদ্ধে এফআইআর দায়ের করে হিমন্তবিশ্ব শর্মার সরকার শিখদের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছেন। চিঠিতে পন্নুন অপারেশন ব্লু স্টার ও ইন্দিরা গান্ধীর হত্যার পরেও রাজ্যে শিখদের উপরে কোনওরকম আক্রমণের ঘটনা না ঘটায় আসামবাসীকে ধন্যবাদ জানান। জানান, রাষ্ট্রপুঞ্জের সনদ অনুযায়ী সব জাতির মানুষেরই আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। আসামের মানুষেরও সেই অধিকার আছে। শিখস্ ফর জাস্টিস মনে করে, পঞ্জাব, আসাম ও অন্যান্য অঞ্চলের উপরে ভারতের দখলদার বাহিনীর অধিকার স্থাপন অন্যায় এবং এ ক্ষেত্রে একমাত্র উপায় দখল করা এলাকার বিমুক্তিকরণ ও বিভাজন। সেই উদ্দেশ্যেই এসএফজে প্রথমবার আন্তর্জাতিক খালিস্তান জনমত সংগ্রহের উদ্যোগ নিয়েছে। সকলের কাছে প্রশ্ন রেখেছে, ভারতে দখল করে রাখা পঞ্জাবের স্বাধীন দেশ হওয়া উচিত কি না?  আলফা স্বাধীনের আত্মোৎসর্গ, শৃ্ঙ্খলা, জনপ্রিয়তা ও সাংগঠনিক কাঠামোর প্রশংসা করে পন্নুন বলেন, “খালিস্তানি সংগ্রামের পথে হেঁটে পরেশও আন্তর্জাতিক স্তরে জনমত সংগ্রহের কথা ঘোষণা করুন। প্রশ্ন তুলুন, ভারতের দখলে থাকা আসামের কি স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত? এ ক্ষেত্রে এসএফজে আসামের স্বাধীনতা নিয়ে জনমত সংগ্রহের অভিযান আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে ও রাষ্ট্রপুঞ্জের সামনে তুলে ধরতে আইনি সাহায্য সহ সবধরণের সাহায্য করতে তৈরি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker