Barak UpdatesHappeningsBreaking News
প্রথমবার যে ছিটকে পড়েছিলেন, আর বিধায়ক হতে পারলেন না কামাখ্যাপ্রসাদ
ওয়েটুবরাক, ২৮ ফেব্রুয়ারিঃ কামাখ্যাপ্রসাদ মালা পানিভরা কৃষ্ণচরণ এমই স্কুলের হিন্দি শিক্ষকের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ১৯৮৫ সালে প্রথমবার বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন। নির্দল প্রার্থী হলেও মাত্র ৪০৭ ভোটে হেরে যান। ওই পরাজয় নিয়ে অবশ্য তখনকার রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা হয়। কেউ কেউ বলছিলেন, সে বার আসলে কামাখ্যাপ্রসাই জিতেছিলেন। তাঁকে কিছুটা জোরজবস্তি, কিছুটা গণনা কৌশলে হারানো হয়েছিল।
কিন্তু সরকারি নথিতে সেই যে ৪০৭ ভোটে ছিটকে পড়েছিলেন, আর তিনি বিধায়ক হতে পারলেন না। ছয়বার প্রতিদ্বন্ধিতা করেছেন, কোনও বার যেমন প্রথম হতে পারেননি, তেমনি তৃতীয়ও হতে হয়নি তাঁকে। অগপ, কংগ্রেস কি নির্দল– লড়াইয়ে উঠে এসেছেন প্রতিবার। প্রতিদ্বন্ধীকে নিশ্চিতে থাকতে দেননি কোনও নির্বাচনে। বিধায়ক না হতে পারলেও একবার জেতেন জেলা পরিষদ সদস্য নির্বাচনে। সে বার অবশ্য তিনি ছিলেন বিজেপি প্রার্থী। পরে দল বদলে চলে আসেন কংগ্রেসে।
জেলা পরিষদ বা বিধানসভা নির্বাচন বলে কথা নয়, আসলে কামাখ্যাপ্রসাদ মালা রয়েছেন সাধারণ জনতার হৃদয়ে। তাই সোমবার রাতে তাঁর মৃত্যুসংবাদ শুনেই বহু মানুষ পরিজন বিয়োগের বেদনা অনুভব করছেন। অনেকে চোখের জল ধরে রাখতে পারছেন না।