India & World UpdatesHappeningsBreaking News
আরজি কর : সরকারের পদক্ষেপে পূর্ণ সায় ভাগবতের
ওয়েটুবরাক, ১০ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার জন্য সরকার যে পদক্ষেপ করবে তাতে তাঁদের পূর্ণ সমর্থন থাকবে৷ কলকাতায় এসে এই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত৷ এমন ঘটনা বন্ধ করতে প্রশাসন যে পদক্ষেপ করবে তাতেও তাঁদের পূর্ণ সমর্থন থাকবে বলে তিনি জানিয়েছেন।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধানের কথায়, “ভারতের সংস্কৃতি চিরকাল মহিলাদের মাতৃ শক্তি হিসেবে আরাধনা করে এসেছে। সীতাহরণ যখন হয়েছে তারপরেই হয়েছে রামায়ণ। ঠিক তেমনই দ্রৌপদীর বস্ত্রহরণের পর মহাভারতের রচনা হয়েছে। এহেন ভারতবর্ষে এমন ঘটনা কীভাবে ঘটল? আমাদের প্রত্যেককে আরও বেশি সচেতন হতে হবে। যা ঘটেছে তাতে গোটা দেশ উদ্বেগে রয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব পালন করতে সরকার যে পদক্ষেপ করবে তাতেই আমাদের পূর্ণ সমর্থন থাকবে।”