NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি রিপুনের

৮ জুন : দেশের মোট ১৩টি রাজ্য এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিলেও এ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি আসাম। রাজ্যের শিক্ষামন্ত্রী বার বার বলে যাচ্ছেন কোভিড পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। এই পরিস্থিতিতে এ বার সরব হয়েছে কংগ্রেসও। সোমবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে এক চিঠি পাঠানো হয়েছে।

প্রদেশ সভাপতি রিপুন বরা মুখ্যমন্ত্রীকে এক চিঠিতে লিখেছেন, করোনা মহামারির জন্য রাজ্যজুড়ে যে পরিস্থিতি চলছে, তাতে বহু সংখ্যক ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা প্রতিদিনই জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। শুধু তাই নয়, অনেকে আবার প্রিয়জনকেও হারিয়েছেন। এই অবস্থায় সেবা ও হায়ার সেকেন্ডারি কাউন্সিলের পরীক্ষা গ্রহণ কোনওভাবেই সমীচিন হবে না। তিনি সিবিএসই-র মতো মূল্যায়নের ওপরও জোর দিয়েছেন। তিনি আরও লিখেছেন, আমি আশা করি, সরকার ছাত্রদের স্বার্থে কোনও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মানসিক শান্তির জন্য এই সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া প্রয়োজন বলেও রিপুন বরা চিঠিতে উল্লেখ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker