NE UpdatesHappeningsBreaking News
আমেরিকায় গিয়ে মণিপুরের বর্তমান সমস্যার জন্য মায়ানমারের উদ্বাস্তুদের দায়ী করলেন জয়শঙ্কর
ওয়েটুবরাক, ২৯ সেপ্টেম্বর : মণিপুরের বর্তমান সমস্যার জন্য মায়ানমার থেকে আসা উদ্বাস্তুদের দায়ী করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, সেখানে উত্তেজনার পূর্ববর্তী দীর্ঘ ইতিহাস রয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। সেখানে ‘কাউন্সিল অফ ফরেন রিলেশনস’ শীর্ষক এক অনুষ্ঠানে মণিপুর নিয়ে বক্তব্য রাখলেন জয়শঙ্কর৷ বলেন, ‘চেষ্টা চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরতর করার, যাতে হিংসা আর না ছড়ায়।’ উল্লেখ্য, কয়েক মাস আগেই রাষ্ট্রসংঘের একাধিক বিশেষজ্ঞ মণিপুর হিংসার ছবি ও খবর ঘিরে তাঁরা ‘আতঙ্কিত’ বলে অস্বস্তি জাহির করেন। মণিপুরে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে তাঁরা ভারত সরকারকে পদক্ষেপ করতে অনুরোধ করেন। দাবি করেন তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দেওয়ার।