NE UpdatesHappeningsBreaking News

আমেরিকায় গিয়ে মণিপুরের বর্তমান সমস্যার জন্য মায়ানমারের উদ্বাস্তুদের দায়ী করলেন জয়শঙ্কর

ওয়েটুবরাক, ২৯ সেপ্টেম্বর : মণিপুরের বর্তমান সমস্যার জন্য মায়ানমার থেকে আসা উদ্বাস্তুদের দায়ী করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, সেখানে উত্তেজনার পূর্ববর্তী দীর্ঘ ইতিহাস রয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। সেখানে ‘কাউন্সিল অফ ফরেন রিলেশনস’ শীর্ষক এক অনুষ্ঠানে মণিপুর নিয়ে বক্তব্য রাখলেন জয়শঙ্কর৷ বলেন, ‘চেষ্টা চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরতর করার, যাতে হিংসা আর না ছড়ায়।’ উল্লেখ্য, কয়েক মাস আগেই রাষ্ট্রসংঘের একাধিক বিশেষজ্ঞ মণিপুর হিংসার ছবি ও খবর ঘিরে তাঁরা ‘আতঙ্কিত’ বলে অস্বস্তি জাহির করেন। মণিপুরে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে তাঁরা ভারত সরকারকে পদক্ষেপ করতে অনুরোধ করেন। দাবি করেন তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দেওয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker