India & World UpdatesHappeningsBreaking News
আমেদাবাদে গরবা নৃত্যের মধ্যেই মৃত্যু
ওয়েটুবরাক, ২৩ অক্টোবর : গুজরাটে নবরাত্রি উপলক্ষে আয়োজিত গরবা অনুষ্ঠানে নাচতে নাচতে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ল বছর ১৩-র কিশোর। ঘটনাটি ঘটেছে আমেদাবাদে। বীর শাহ নামে এক কিশোর নাচতে নাচতে পড়ে যায়৷ তার নাক দিয়ে রক্ত ঝরতে থাকে৷ হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গরবায় অংশ নিয়ে গত ২৪ ঘণ্টায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। প্রত্যেকেরই বয়স ১৩ থেকে ৫০ বছরের মধ্যে।
বিশেষজ্ঞদের কথায়, নবরাত্রিতে উপোস করে থাকেন অনেকেই। ওই অবস্থায় নৃত্যের সময় অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বেড়ে যায়। শরীরে অক্সিজেনের চাহিদাও বাড়তে থাকে। হৃদ্যন্ত্র তার ক্ষমতার বাইরে গিয়ে রক্তে অক্সিজেনের জোগান দিতে চেষ্টা করে। অতিরিক্ত পাম্প করার ফলে পেশি দুর্বল হয়ে পড়ে। সেখান থেকেই প্রাণ সংশয় দেখা দেয়।
বিশেষজ্ঞদের পরামর্শ, নাচতে নাচতে শারীরিক ভাবে কাহিল হয়ে পড়তে না চাইলে নাচ থামিয়ে মাঝে মধ্যে বিরতি নিতে হবে। নাচতে নাচতে হঠাৎ শ্বাসকষ্ট হলে, মাথা ঘুরলে বা অচৈতন্য হয়ে পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।