Barak UpdatesHappeningsBreaking News
আমার রাজনৈতিক জীবন শেষ নয়, রিপোর্ট কার্ড প্রকাশ করে বললেন রাজদীপ
ওয়েটুবরাক, ১৪ মার্চঃ শিলচরের সাংসদ রাজদীপ রায় বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের পাঁচ বছরের সাংসদজীবনের রিপোর্ট কার্ড প্রকাশ করেন। আনুষ্ঠানিক ভাবে তা প্রকাশের সময় সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক অভ্রজিত চক্রবর্তী ও সাংসদ-প্রতিনিধি পুলক দাস।
শিলচর আসন তফশিলি জাতি সংরক্ষিত হওয়ায় তাঁর সাংসদজীবনে আপাতত ইতি টানতে হচ্ছে। তবে তাঁর রাজনৈতিক জীবনের যে ইতি পড়ছে না, তা তিনি এ দিন স্পষ্ট করে জানিয়ে দেন। রাজদীপ বলেন, তিনি অবশ্যই রাজনীতিতে সক্রিয় থাকবেন এবং তাঁর যে সব স্বপ্ন গত পাঁচ বছরে পূরণ করতে পারেননি, এখন তিনি দলীয় নেতৃত্বের মাধ্যমে সেগুলি করানোর চেষ্টা করে যাবেন। তার মধ্যে অন্যতম দুটি হলো মালটিমডেল লজিস্টিকস পার্ক ওবং চন্দ্রনাথপুর-লঙ্কা হয়ে বিকল্প একটি রেলপথ চালু। তাঁর দাবি, তিনি স্বপ্ন দেখেছিলেন বলেই কাছাড়ে আর একটি বিমানবন্দর হতে চলেছে।
বিমলবাবু ২০০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এফসিআই গুদাম নির্মাণেকাজেরও উল্লেখ করেন। বলেন, রাজদীপের ততপরতাতেই এই কাজের ওয়ার্ক অর্ডার হয়েছে, নির্মাণকাজও শুরু হয়েছে। সাংসদ রাজদীপ এর সঙ্গে যোগ করেন শিলচর-আগরতলা রেল বৈদ্যুতিকীকরণের কাজের কথা।