India & World UpdatesHappeningsBreaking News
আফগানিস্তানের স্কুলে বিস্ফোরণ, ২৫ পড়ুয়ার মৃত্যু
১৯ এপ্রিল : আফগানিস্তানে সন্ত্রাসবাদীরা এ বার স্কুলকে নিশানা করল। মঙ্গলবার সকালে স্কুলে তিনটি বিস্ফোরণ হয়েছে। এক স্কুলে আত্মঘাতী হামলায় এক সন্ত্রাসী নিজেকেই উড়িয়ে দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, এই বিস্ফোরণে এ পর্যন্ত ২৫ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অনেক। বিস্ফোরণ তখনই ঘটেছে, যখন পড়ুয়ারা স্কুলের বাইরে দাঁড়িয়েছিল। আবার কিছু সংবাদ মাধ্যম ৬ পড়ুয়ার মৃত্যুর খবর দিয়েছে।
প্রথম বিস্ফোরণটি কাবুলের মুমতাজ এডুকেশন্যাল ইনস্টিটিউটের পাশে হয়েছে। ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে দুটি বিস্ফোরণ ঘটেছে। পরের বিস্ফোরণটি ঘটে আব্দুরহিম শাহিদ হাইস্কুলে ঘটে। বিস্ফোরণের সময় পড়ুয়ারা ক্লাস শেষ করে বাইরে আসছিল। এ পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী দল এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রক এই নাশকতার ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের আদেশ দিয়েছে।