Barak UpdatesHappeningsBreaking News
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাইলাকান্দি তে রক্তদান
২১ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাইলাকান্দি রোটারি ক্লাবে রক্ত দান করলেন ১১ জন রক্তদাতা। এদিন বরাক ভ্যালী ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় রোটারি ক্লাবে ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি শাখার প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত ব্যাঙ্ক আধিকারিক সঞ্জয় চক্রবর্তীর স্মৃতিতে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শুরুতে প্রয়াত সঞ্জয় চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন রোটারি ক্লাব সভাপতি শংকর চৌধুরী, সহ ফোরামের হাইলাকান্দি শাখার উপ সভাপতি রঞ্জিত ঘোষ, সাধারণ সম্পাদক সুদর্শন ভট্টাচার্য, আব্দুল জলিল লস্কর কেন্দ্রীয় কমিটির উপ সভাপতি মাধবী শর্মা, রোটারিয়ান সন্দীপন ধর, সঞ্জয় চক্রবর্তীর পুত্র সৌরভ চক্রবর্তী, ছোট ভাই রামকৃষ্ণ ভট্টাচার্য প্রমুখ।
এদিন, একমাত্র মহিলা রক্তদাতা হিসেবে মিতা রায়ের রক্তদানের মাধ্যমে শিবির শুরু হয়। এছাড়া ও প্রথম বারের মত রক্তদান করেন মুখ বধির দিব্যাঙ্গ সুৃমন মালাকার। পাশাপাশি রক্তদান করেন রোটারি ক্লাবের সভাপতি শংকর চৌধুরী, পরবর্তী সভাপতি কানাইয়া সারদা, শিক্ষক রামকৃষ্ণ চক্রবর্তী, গৌতম দেবনাথ, হীরকজ্যোতি চৌধুরী, শান্তুনু ব্যানার্জী। এরমধ্যে শান্তুনু ব্যানার্জী এদিন নিজের ৫০ তম রক্তদান করেন।
এদিন হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের পক্ষে শাহ আলম বড়ভূইয়া, মাশুক চৌধুরী, পূর্ণিমা সিং অলকা রানি দাস, অর্জুন রবিদাস, সিন্ধু দাস, মনাফ বড়ভূইয়া।