NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবসের ২৫ দিনের কাউন্টডাউন অনুষ্ঠানে সাড়া ব্যাপক

ওয়েটুবরাক, ২৮ মে : আন্তরাষ্ট্রীয় যোগ দিবস ২০২২-এর ২৫ দিনের কাউন্ট ডাউন শুরু হলো শুক্রবার। হায়দ্রাবাদের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে এ উপলক্ষে আয়োজিত যোগ উৎসবে সর্বস্তরের হাজার হাজার লোক যোগদান করেন। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল ড. তামিলিসাই সৌন্দরারাজন। এ বারের যোগ উৎসবের বিষয়বস্তু হচ্ছে ‘যোগকে আপনার জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গড়ে তুলুন’।

অনুষ্ঠানে কেন্দ্রীয় আয়ুষ তথা বন্দর, জাহাজ পরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন, সাংস্কৃতিক এবং ডোনার মন্ত্রী জয়কিষান রেড্ডি, কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ তথা আয়ুস বিভাগের প্রতিমন্ত্রী ড. মুঞ্জপারা মহেন্দ্র ভাই কালু ভাই এবং তেলেঙ্গানা সরকারের অর্থ স্বাস্থ্য, চিকিৎসা ও পরিবার কল্যাণ মন্ত্রী থান্নিবু হরিশ রাও।

সোনোয়াল বলেন, যোগকে জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ করে আমাদের সম্বৃদ্ধ ঐতিহ্য উদযাপন করতে হবে। যোগ আমাদের স্বাস্থ্য এবং মনের উৎকর্ষ সাধন করে। মানব সমাজের জন্য যোগের উপকারিতা অনস্বীকার্য। সনোয়াল আরও বলেন, আগামী ২১ জুন কর্নাটকের মাইশূরে অষ্টম আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস অনুষ্ঠিত হবে৷ আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবসের ১০০ দিনের কাউন্টডাউন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল গত ১৩ মার্চ। পরবর্তীতে দিল্লির লালকেল্লায় ৭৫ দিনের কাউন্টডাউন অনুষ্ঠান আয়োজন করা হয়। এরপর গত ২ মে শিবসাগরের ঐতিহ্যমণ্ডিত শিবদৌল প্রাঙ্গণে ৫০ দিনের কাউন্টডাউন অনুষ্ঠান হয়।

কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, আজাদি কা অমৃত মহোৎসবের সঙ্গে সঙ্গতি রেখে আয়ুস মন্ত্রণালয় দেশের ৭৫টি ঐতিহাসিক স্থানে অনুষ্ঠান পালনের পদক্ষেপ হাতে নিয়েছে। ওই স্থানগুলোতে ২৫ কোটিরও অধিক লোক যোগ প্রদর্শনীতে অংশ নেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker