India & World UpdatesHappeningsBreaking News
আন্ডারওয়্যার ছোট বানানোয় দর্জির বিরুদ্ধে মামলা গড়াল থানায় !
১৯ জুলাই : কত রকমের অভাব-অভিযোগ থাকে মানুষের। প্রতিদিন কত মামলাও হয়। আদালতের চক্কর কাটতে হয়। কিন্তু এ বার অবাক হওয়ার মতোই এক মামলা সামনে এল। ‘আন্ডারওয়ার’ অতিরিক্ত ছোট বানিয়ে দেওয়ায় দর্জির ওপরে মামলা ঠুকলেন মধ্যপ্রদেশের এক ব্যক্তি। ৪৬ বছরের কৃষ্ণকুমার দুবে ভোপাল পুলিশে দর্জির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। বিস্মিত হাবিবগঞ্জ থানার পুলিশ রাকেশ শ্রীবাস্তব শনিবার দুবেকে এই সমস্যা সমাধানে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
জানা গেছে, কৃষ্ণকুমার সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত করোনাকালে চাকরি খোয়াতে হয় তাঁকে। মামলা প্রসঙ্গে ভিম নগরের দুবের মন্তব্য, ‘বন্ধুর কাছ থেকে হাজার টাকা ধার নিয়ে কিছু জিনিস কিনেছি। এর সঙ্গে দুটি ‘আন্ডার ওয়ার’ এর হিসেবে দুই মিটার কাপড়ও ছিল। দর্জিকে সেটি সেলাই করার জন্য ১৯০ টাকা দিয়েছি আমি। কিন্তু শেষপর্যন্ত এগুলো পরার যোগ্য হয়নি। কিন্তু দর্জিকে অভিযোগ জানানোর পর তিনি বলেন, কাপড় কম ছিল। দোকানদারও বলেছেন, এতে পাক্কা দুই মিটার কাপড় ছিল। শেষে নিরুপায় হয়ে থানায় মামলা করি।’ এদিকে জানা গেছে, কৃষ্ণকুমারের জেদের কাছে হার মেনে শেষ পর্যন্ত দর্জি সেলাইয়ের টাকা ফেরত দিতে রাজি হয়েছেন।