India & World UpdatesHappeningsBreaking News
আধার নিষ্ক্রিয়তার চিঠি পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গের বহু বাড়িতে
ওয়েটুবরাক, ১৯ ফেব্রুয়ারি : পূর্ব ও পশ্চিম বর্ধমানের বহু গ্রামে আধার নিষ্ক্রিয়তার চিঠি পাঠানো হচ্ছে। নদিয়া জেলাতেও আধার নিষ্ক্রিয়তার চিঠি পৌঁছেছে বহু বাড়িতে।
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বনকাটি পঞ্চায়েতের বাসিন্দা এক পড়ুয়া আধার কার্ডের নম্বর দিয়ে পরীক্ষার ফর্ম ফিলআপ করতে গিয়ে বুঝতে পারে, তার আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে।
আধার নিষ্ক্রিয়তার চিঠি যাঁরা পেয়েছেন, তাঁদের প্রশ্ন, তাহলে কি বাংলাদেশে ফিরে যেতে হবে? বিজেপির স্থানীয় নেতৃত্বের অবশ্য দাবি, ‘সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। প্রক্রিয়া শুরু হয়েছে’। যদিও এই গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও।
এ দিকে, ডাককর্মীদের হাত থেকে আধার নিষ্ক্রিয়তার চিঠি নিতে চান না অনেকে৷ ডাককর্মীদের দাবি, সাধারণ মানুষ মনে করছেন, আধার নিষ্ক্রিয়তার নোটিশ হাতে নিলেই নাগরিকত্ব হারাতে হতে পারে৷ বিরাট আশঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এর আগে একাধিক ক্ষেত্রে দাবি করা হয়েছিল, আধার নিষ্ক্রিয়তার নোটিশ পাওয়ার পরে রেশন পেতে সমস্যা হচ্ছে অনেকের। ব্যাঙ্কেও সমস্যা হচ্ছে বলে দাবি করা হয়। যদিও রবিবার বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, আধার নিষ্ক্রিয় হলেও লক্ষ্মীর ভাণ্ডার, রেশনের মতো সরকারি পরিষেবা জারি থাকবে।