Barak UpdatesHappeningsBreaking News

আধার কার্ড জালিয়াতি: হাইলাকান্দিতে ধৃত আরও ১ অপারেটর

২৫ নভেম্বর: হাইলাকান্দি জেলায় আধার কার্ড তৈরির নামে ব্যাপক জালিয়াতি চলছে৷  লালায় ধরা পড়ল আরও এক অপারেটর৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাইদুল ইসলাম লস্কর৷

এনরোলমেন্ট সেন্টারের বাইরে গোপন স্থানে অর্থের বিনিময়ে বায়ো-মেট্রিক করছেন৷ অনেকের ডকুমেন্ট ঠিকঠাক থাকলেও তারা দ্রুত কাজ সেরে নিতে অপারেটরদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়৷ একাংশ আবার অপারেটরদের চাপে টাকা দিতে বাধ্য হন৷ এরা অপারেটর যেখানে যেতে বলেন, সেখানে যান৷ কিন্তু এই দুই শ্রেণির ফাঁকে কিছু মানুষ নথিপত্র ছাড়াই অপারেটরদের সঙ্গে মোটা টাকার রফায় আধার কার্ড পেয়ে যাচ্ছেন৷

হাইলাকান্দি পুলিশ ওইসব অপারেটরদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে৷ এর আগে তিন জায়গা থেকে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল৷ এরা সবাই আধার এনরোলমেন্ট সেন্টারের মেশিনপত্র রাতে অন্যত্র নিয়ে বায়োমেট্রিক করাচ্ছিল৷ ধৃত সাইদুল কোনও গোপন স্থানে নয়, সোজা তার পশ্চিম কিত্তারবন্দ প্রথম খণ্ডের বাড়িতে ব্যবসা খুলে বসেছিল৷ সেখান থেকেই বায়োমেট্রিক সরঞ্জাম সহ তাকে গ্রেফতার করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, যারা সেন্টারের বাইরে বায়েমেট্রিক করাবেন, তাদের আধার কার্ড বাতিল হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker