India & World UpdatesHappeningsBreaking News
আজ কাছাড়েও মাতৃশক্তির আরাধনা
ওয়েটুবরাক, ১২ নভেম্বর : করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্। কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালাবিভূষিতাম্”।
ভারতবর্ষের অন্যতম প্রধান শক্তিদেবতা তিনি, দশ মহাবিদ্যার অন্যতমাও। কালী কাজলের ন্যায় কৃষ্ণবর্ণা, মুক্তকেশী, বিবস্ত্রা, চতুর্ভুজে তাঁর বীরত্বের ব্যঞ্জনা৷
শাক্তমতে কালী বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি কারণ। যে মহাকাল সব রঙকে গ্রাস করেই কালো, সেই কালো রূপেই কালী দিগম্বরী৷ তিনি রূদ্ররূপের প্রতীক, তিনি সংহাররূপী। কখনও চামুণ্ডা, কখনও মহাকালী, কখনও শ্যামা। তিনি সেই শক্তির আধার, যিনি আঁধারে উপাসিত হন।
শিলচরে শ্যামানন্দ আশ্রমে গভীর রাতে বিশেষ পূজোর আয়োজন চলছে। উধারবন্দে কাঁচাকান্তি কালীবাড়ি, ছিয়ামা কালী মন্দির, মালুগ্রাম ভৈরববাড়ি, অম্বিকাপট্টি অম্বিকেশ্বর মন্দির সহ জেলার বিভিন্ন মন্দিরেও বিশেষ পুজো হচ্ছে। শহরে দুর্গাপুজোর মতো মণ্ডপ করে চলছে শক্তিদেবীর আরাধনা। শক্তি আরাধনাতেও থিমের রমরমা শিলচর জুড়ে।