Barak UpdatesHappeningsBreaking News
আজ বঙ্গভবনে দশরূপকের নাটক

ওয়েটুবরাক, ৬ ডিসেম্বর: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় এ মাসের নাটকের অঙ্গ হিসেবে বঙ্গভবনে আজ শুক্রবার দশরূপক মঞ্চস্থ করবে তাদের সাড়া জাগানো নাটক “গহন অরণ্যে”। ঠিক সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটক শুরু হবে।
মহাকবি উইলিয়াম শেক্সপিয়ারের “ম্যাকবেথ” নাটকের ছায়া অবলম্বনে স্থানীয় প্রেক্ষাপটে রচিত দশরূপকের এই নাটক এরই মধ্যে দর্শকদের প্রচুর প্রশংসা পেয়েছে। বরাক বঙ্গের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সহ-সম্পাদক বিনায়ক চৌধুরী নাট্যপ্রেমী সকল দর্শককে এই নাটকটি উপভোগ করার অনুরোধ জানিয়েছেন।
দশরূপক সাংস্কৃতিক সংস্থার তথা এই নাটকের নির্দেশক চিত্রভানু ভৌমিক বলেন, “এই নাটক শেক্সপিয়রের কাঠামোয় একান্তই আমাদের নাটক। আগে এটি মঞ্চস্থ করার পরবর্তী সময়ে কিছু মতামতের ভিত্তিতে কিছুটা পরিবর্তন করে নাটকটি আবার এ মাসের নাটকে নিয়ে এসেছি।” তাঁর কথায়, “অত্যন্ত ব্যয়বহুল এ নাটক ইচ্ছে থাকলেও বার বার মঞ্চস্থ করা সম্ভব হবে না। তাই একবার দেখে যাবার বিশেষ অনুরোধ রইল।”