Barak UpdatesHappeningsBreaking News
আজ পেপার মিল কর্মীদের ধর্মীয় শোক মিছিল
১১ ফেব্রুয়ারি: আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরাক উপত্যকার তিন জেলায় ধর্মীয় শোকমিছিলের আয়োজন করেছে জয়েন্ট অ্যাকশন কমিটি অব পেপার মিল ইউনিয়নস৷ মিলের ৮১ জন মৃত কর্মীর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনার জন্যই তাঁদের এই আয়োজন বলে জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ৷ বিকাল ৪টায় মিছিল শুরু হবে শিলচর গান্ধীবাগ, করিমগঞ্জ ডিসি অফিস সংলগ্ন মোকাম, পাঁচগ্রাম শনিমন্দির ও হাইলাকান্দি কালীমন্দির সংলগ্ন স্থান থেকে।
এর আগে একই উদ্দেশ্যে তাঁরা শিলচর শহরে মোমবাতি মিছিলের আয়োজন করেছিলেন৷ কাছাড় জেলা প্রশাসন প্রথমে অনুমতি দিলেও পরে মিছিল আটকে দেয়৷ ওই অসমাপ্ত মিছিলকেই আজ ধর্মীয় মোড়কে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে তা সর্বধর্মীয়, এ কথা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, তাঁরা এরই মধ্যে রামকৃষ্ণ মিশন, সৎসঙ্গ আশ্রম, অযাচক আশ্রম, কাঠিয়া বাবার আশ্রম, রাধারমণ জিউঁর আশ্রম, লোকনাথ বাবার আশ্রম, রামঠাকুরের আশ্রম, দিগম্বর জৈন মন্দির, শিলচর বড় মসজিদ এবং শহরের প্রধান দুই গির্জায় প্রার্থনা জানিয়েছেন৷ তাঁদের আহ্বান, সকল ধর্মপ্রাণ নাগরিকরা যেন এ দিন সন্ধ্যায় নিজ নিজ ধর্মীয় আস্থায় প্রার্থনার মাধ্যমে সেই সকল বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। শিলচরের মিছিল থেকে তাঁরা শিলচর শ্মশান ঘাটে এবং ফজলে শাহ মোকামে গিয়ে মোমবাতি জ্বালিয়ে অর্ধাহারে, মানসিক অবসাদে ও বিনা চিকিৎসায় মৃতদের আত্মার চিরশান্তি কামনা করবেন৷ যারা মিছিলে যাবেন না, তাঁদের উদ্দেশে নিজেদের বাড়ি প্রাঙ্গণে একটি মোমবাতি বা প্রদীপ জ্বালানোর জন্য অনুরোধ করেছেন তাঁরা৷
জয়েন্ট অ্যাকশন নেতৃবৃন্দ জানান, এ পর্যন্ত বন্ধ মিলে ৮১ জনের মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে ৬৯ জন হিন্দু, ১২ জন মুসলমান৷