NE UpdatesHappeningsBreaking News
আজ খুলছে কামাখ্যা মন্দির
১১ অক্টোবর: সাত মাস পর খুলছে কামাখ্যা মন্দির। আপাতত মন্দির চত্বর খোলা থাকবে শুধু পরিক্রমার জন্য। মূল মন্দির বা গর্ভগৃহ এখন বন্ধ থাকবে। কামাখ্যা মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল ৮টায় মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। কোভিড সংক্রান্ত সব নিয়মাবলী কঠোরভাবে পালন করে তবেই মন্দিরে ঢোকা যাবে। মন্দির খোলা থাকবে সূর্যাস্ত পর্যন্ত। মন্দিরে ঢোকার আগে সব ভক্তকে নীলাচল পাহাড়ের নীচে থাকা স্বাস্থ্য শিবিরে রেপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। সেই সার্টিফিকেট নিয়ে উপরে উঠে অন্নক্ষেত্র, ছিন্নমস্তা বা কামেশ্বর দেবালয়ের অফিস থেকে নিতে হবে প্রবেশপত্র। থার্মাল স্ক্রিনিংয়ের পরে মন্দিরের দরজা পেরোনো যাবে।