Barak UpdatesHappeningsBreaking News
আগুনে ক্ষতিগ্রস্ত সদরঘাটের মিলন মন্দির
ওয়েটুবরাক, ১৬ জানুয়ারি: বৃহস্পতিবার সকাল সাতটায় আচমকা দাউদাউ করে জ্বলে ওঠে শিলচরের বিপিন চন্দ্র পাল সরণীর (পূর্বতন স্টিমারঘাট রোড) মিলন মন্দির। বরাক তীরের দিক থেকে আগুন ক্রমে সামনে এগিয়ে আসছিল। দমকল বাহিনী দ্রুত গিয়ে আগুন নেভানোর কাজে লেগে পড়ে। জলের পাইপ ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যা হচ্ছিল, দমকল কর্মীরা ক্ষিপ্রতার সঙ্গে পুরনো সদরঘাট সেতু থেকে পাইপ পৌঁছান। আগুন নেভানোর কাজে হাত লাগান পুলিশ কর্মী এবং স্থানীয় জনতাও। ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার সেন। অহেতুক ভিড়ে যাতে দমকল কর্মীদের কাজ বিঘ্নিত না হয়, তা তিনি কঠোর ভাবে খেয়াল রাখেন। মিলন মন্দিরের স্বত্বাধিকারী জয় বরদিয়া উদ্বেগ প্রকাশ করছিলেন, আগুন এলাকার বাড়িঘরে ছড়িয়ে পড়ে কিনা। এর আগেই অবশ্য একে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে বরদিয়ার মিলন মন্দিরের বেশ ক্ষয়ক্ষতি হয়।