Barak UpdatesHappeningsBreaking News
৫ ডিসেম্বর যজ্ঞস্থলে রুদ্র মহাযজ্ঞের ভূমিপূজা
ওয়েটুবরাক, ১৬ নভেম্বর : আগামী ৫ ডিসেম্বর রুদ্র মহাযজ্ঞ স্থলে ভূমিপূজা অনুষ্ঠিত হবে৷ মঙ্গলবার মেহেরপুর শিব মন্দিরে রুদ্র মহাযজ্ঞ আয়োজক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ডা. রঞ্জন সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও ঠিক হয়, আগামী ২২ জানুয়ারি অন্নপূর্ণা ঘাট থেকে মহাযজ্ঞের কলশ যাত্রা বের করা হবে । কমিটির কার্যনির্বাহী সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের যৌথ নামে একটি ব্যাংক একাউন্ট খোলারও প্রস্তাব গ্রহণ করা হয়েছে । সভায় যজ্ঞ, প্রবচন ও রামলীলায় যজ্ঞমানদের দক্ষিণা নিয়েও আলোচনা হয় । কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার জনগণকে মহাযজ্ঞ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন । প্রবীণ সমাজসেবক উদয়শঙ্কর গোস্বামী মহাযজ্ঞ আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন৷ সভায় বিভিন্ন দফতরের উপ-কমিটির বৈঠক দ্রুত শেষ করার সিদ্ধান্ত হয়। যজ্ঞের প্রচারের জন্য এলাকাভিত্তিক সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
শিলচরে প্রথমবারের মতো এই রুদ্র মহাযজ্ঞের আয়োজন হতে যাচ্ছে । তাই একে কেন্দ্র করে মানুষের মধ্যে প্রবল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রমোদ শর্মা, লালবাবু সিং, জয়রাজ কৈরি, রাজেন্দ্র পান্ডে, গণেশ লাল ছেত্রী, ইন্দ্রজিৎ তিওয়ারি, রোহন গোয়ালা, চন্দ্রপ্রকাশ গুলগুলিয়া, জয়দীপ চক্রবর্তী, অনুপম মণ্ডল, অরূপ নাথ, মীরা গোয়ালা, সাবিত্রী হাজাম, শিব কুমার, রিতেশ নুনিয়া, ভোলা গোয়ালা, উত্তম যাদব প্রমুখ উপস্থিত ছিলেন।