Barak UpdatesHappenings
আগস্ট জুড়ে রক্তদান কর্মসূচি লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের
ওয়েটুবরাক, ৬ আগস্ট : লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট ৩২২জি-এর আগস্ট মাসের ‘ওয়ান ডিস্ট্রিক্ট-ওয়ান অ্যাক্টিভিটি’ হচ্ছে রক্তদান। ডিস্ট্রিক্ট-এর সবকটি লায়ন্স ক্লাব গোটা মাস জুড়ে রক্তদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারও৷
গত ১ আগস্ট, রবিবার লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং চেয়ারপারসন শিবম দাস এবং লিও ক্লাব অব শিলচর গ্রেটারের সার্ভিস ডিরেক্টর সৌম্যজ্যোতি ভট্টাচার্য দুজন মুমূর্ষু রোগীকে রক্ত দান করেন। ২ আগস্ট, সোমবার লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সহ-সভাপতি দেবরাজ ধর একজন ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য স্বেচ্ছায় রক্ত দান করেন। ৩ আগষ্ট, মঙ্গলবার লিও ক্লাব অব শিলচর গ্রেটারের যুগ্ম সম্পাদক স্মিতা দে একজন করোনা আক্রান্ত রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেন। ৪ আগষ্ট, বুধবার শিলচর গ্রেটারের ডাকে সাড়া দিয়ে রাজু সেনগুপ্ত এবং সুজন নমশূদ্র দুজন গুরুতর অসুস্থ রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান চলাকালীন রক্তদাতার সঙ্গে উপস্থিত থেকে তাদের উৎসাহ বাড়ান লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি-এর রিজিওন চেয়ারপারসন সব্যসাচী রুদ্রগুপ্ত, জোন চেয়ারপারসন অনুপ দত্ত, শিবম দাস, স্বরূপজ্যোতি পাল প্রমুখ।
লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার তাদের প্রতিষ্ঠালগ্ন থেকেই বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। এই করোনাকালে যখন বড় আকারে রক্তদান শিবির করা সম্ভব হয়নি, তখন তারা রক্তদাতা জোগাড় করে তাদেরকে ব্লাড ব্যাংকে নিয়ে গিয়ে রক্তদান করিয়েছেন। এখনও তার ব্যতিক্রম ঘটছে না৷ রক্তের চাহিদা মেটাতে প্রায় প্রতিদিনই তারা রক্তদাতা জোগাড় করে ব্লাড ব্যাংকে নিয়ে যাচ্ছেন এবং নিজেরাও রক্তদান করছেন। এটি তাদের সিগনেচার প্রজেক্ট।