NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
আগরতলা-গুয়াহাটি-বেঙ্গালুরু বিমান চালাচ্ছে আকাশা
ওয়েটুবরাক, ২৩ অক্টোবর: বেসরকারি বিমান সংস্থা আকাশা এয়ার শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে পরিষেবা শুরু করেছে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, এয়ারপোর্ট ডিরেক্টর কেসি মিনা এবং আকাশা এয়ারের সিএমও বেলসন কৌটিনহো উপস্থিত ছিলেন৷ আগরতলা-বেঙ্গালুরু ভায়া গুয়াহাটি রুটে প্রতিদিন একটি বিমান যাতায়াত করছে। ১৮৯ আসন বিশিষ্ট বিমানটি প্রতিদিন বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করে গুয়াহাটি হয়ে আগরতলায় পৌঁছয় এবং আগরতলা থেকে গুয়াহাটি হয়ে বেঙ্গালুরু যায়।
মুখ্যমন্ত্রী সাহা জানান, এই বিমান পরিষেবার ফলে রাজ্যের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। রাজ্যের পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, ত্রিপুরায় বিমান যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। ফলে ত্রিপুরার পর্যটনের নতুন দিক খুলে গিয়েছে৷