NE UpdatesHappeningsBreaking News

আইটিআই ডিপ্লোমা প্রাপকদের ম্যাট্রিক ও উচ্চমাধ্যমিকের সমমর্যাদা আসামে

ওয়েটুবরাক, ১৩ জানুয়ারি : অষ্টম শ্রেণী পাশ করা আইটিআই ডিপ্লোমা প্রাপকদের ম্যাট্রিক ও উচ্চমাধ্যমিকের সমান মর্যাদা দেওয়া হবে। সিদ্ধান্ত নিয়েছে আসাম মন্ত্রিসভা৷

Rananuj

বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, বরসোলায় উচ্ছেদ হওয়া জমিতে তৈরি হবে ৫০ মেগাওয়াট সৌর উদ্যান। রাজ্যের ৪৪ লক্ষ বাড়িতে স্মার্ট মিটার ও প্রিপেড বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। সেই কাজে লাগানো হবে ৫ হাজার বেকার যুবককে। হাজোর সোনপাড়া পাহাড়ে তৈরি হবে এনডিআরএফের ব্যাটালিয়ান ক্যাম্পাস। গ্রাহক পরিষেবা দফতর ও কন্ট্রোলার অব লিগ্যাল মেট্রলজি দফতরকে খাদ্য ও গণবন্টন দফতরের সঙ্গে মিলিয়ে দেওয়া হল। মিশন বসুন্ধরা ২.০-তে আবেদন জানানোর তারিখ ১০ জানুয়ারি থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হল। একই জেলার মধ্যে ইনস্পেক্টর ও অফিসারদের বদলি করার ক্ষমতা থাকবে জেলাশাসক, এসএসপি ও এসপিদের হাতে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker