India & World UpdatesHappeningsBreaking News
পাকিস্তানে ভূমিকম্প, মৃত ২০
ওয়েটুবরাক, ৭ অক্টোবর : বৃহস্পতিবার ভোরবেলায় ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ পাকিস্তান। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭। কম্পনের উৎসস্থল ছিল কোয়েটা প্রদেশের পূর্ব এবং উত্তর-পূর্ব থেকে ১০২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক।
কম্পনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি শহর হারনাই ও বালুচিস্তান। খুব ভোরে এই কম্পন অনুভূত হয়। তখনও ঘুমে আচ্ছন্ন মানুষ। কম্পনের তীব্রতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহু বাড়ি। ঘুমের মধ্যে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের।