Barak UpdatesHappeningsBreaking News
পরীক্ষা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে পড়ুয়াদের প্রতিবাদ
ওয়ে টু বরাক, ২০ মার্চ : পরীক্ষা বাতিল করা সহ বিভিন্ন দাবিতে পড়ুয়াদের প্ৰতিবাদে উত্তাল হল আসাম বিশ্ববিদ্যালয় চত্বর। অনিৰ্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের প্ৰধান গেট বন্ধ করে অবস্থান ধৰ্মঘট পালন করে ছাত্ৰছাত্ৰীরা।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল সহ চার দফা দাবিতে সোমবার জোরদার প্ৰতিবাদে শামিল হন বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰীরা। আন্দোলনকারী ছাত্ৰছাত্ৰীদের অভিযোগ, গাইডলাইন ভঙ্গ করে হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন ঘোষণা করায় বিপাকে পড়েছেন পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৯০ দিন ক্লাস করার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে গাইডলাইনে ৷ কিন্তু আসাম বিশ্ববিদ্যালয়ে এ বছর সর্বোচ্চ ৭০ দিন ক্লাস হয়েছে। এই মুহূর্তে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসার জন্য প্রস্তুত নন। কিন্তু রহস্যজনকভাবে আসাম বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষ হঠাৎ করে পরীক্ষার দিন ঘোষণা করায় বিপদে পড়েছেন ছাত্রছাত্রীরা বলে অভিযোগ।
এদিকে করিমগঞ্জ, হাইলাকান্দি সহ দূরদূরান্তের ছাত্ৰছাত্ৰীদের কাছ থেকে নিৰ্দিষ্ট পরিমাণের মাশুল সংগ্ৰহের পরও পৰ্যাপ্ত বাস পরিষেবা চালু না করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পড়ুয়ারা। অবিলম্বে বাস পরিসেবা চালু করার দাবি জানিয়েছেন প্ৰতিবাদকারীরা।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন আন্দোলনকারীরা। হোস্টেলে পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানান তারা। এ দিন বিশ্ববিদ্যালয়ের প্ৰধান গেট বন্ধ করে অবস্থান ধৰ্মঘট শুরু করেন পড়ুয়ারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত গেট বন্ধ করে অবস্থান ধৰ্মঘট অব্যাহত রাখা হবে জানান আন্দোলনকারীরা।