Barak UpdatesHappeningsBreaking News
আইইডি কাণ্ড : মহিলা সহ ৪ জঙ্গি ধৃত
ওয়েটুবরাক, ২৬ নভেম্বর : লক্ষীপুর মহকুমার জুজাং পাহাড়ে আইইডি রাখার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের মধ্যে রয়েছে লাকিবুল নেসা নামের ৩৯ বছর বয়সী এক মহিলাও৷ কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর জানান, লাকিবুল পিএলএ-র সঙ্গে জড়িত৷ তার পরামর্শেই তিন যুবক নাশকতার চেষ্টা করে৷ ধৃত তিন যুবকের নাম আব্দুল শাহিদ চৌধুরী, সালেউদ্দিন সিরাজ ও আহমেদ হোসেন৷ সবার বাড়ি কাছাড় জেলায়৷
মণিপুরের সরকারি গাড়িতে বিস্ফোরণের জন্যই তারা সেটি জুজাং পাহাড়ে রেখেছিল৷ তদন্তে নেমে কাছাড় পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হয়েছে৷ কিন্তু ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসা করেও জবাব মিলছে না৷
কৌর জানান, লাকিবুলই পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সঙ্গে জড়িত৷ অন্যদের তিনিই নাশকতার কাজে জড়ান৷
গত মঙ্গলবার অসম-মণিপুর সীমা থেকে ৭ কিলোমিটার দূরে জুজাং পাহাড় এলাকায় বোমাটি উদ্ধার করেছিল পুলিশ৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ছুটে গিয়েছিলেন পুলিশকর্তারা৷ আইইডি সম্পর্কে নিশ্চিত হয়ে ডেকে পাঠানো হয় বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে৷ তিনঘণ্টা অভিযানের পর এটি নিষ্ক্রিয় করেছিলেন তাঁরা৷
পিএলএ-ই গত ১৩ নভেম্বর মণিপুরের চূড়াচান্দপুরে বিস্ফোরণ ঘটিয়ে আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার সহ ৭জনকে হত্যা করেছিল৷