Barak UpdatesHappeningsBreaking News
অ্যাপ ব্যবহারের সরকারি চাপে প্রধানশিক্ষকের আত্মহত্যা
ওয়েটুবরাক, ৩০ এপ্রিল : একদিকে, মোবাইল ব্যবহার করা রপ্ত করতে পারছিলেন না৷ অন্যদিকে, মোবাইলে সরকারি অ্যাপ ব্যবহারের জন্য চাপ নিয়মিত বেড়ে চলছিল৷ সে সব সহ্য করতে না পেরে আত্মহত্যার চরম রাস্তাই বেছে নিলেন লখিমপুর জেলার বিহপুরিয়ার কলাবিল মরনৈ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপালচন্দ্র শর্মা৷ শিক্ষা দফতরের বাধ্যতামূলক অ্যাপ ব্যবহারে অক্ষমতার কথা সুইসাইড নোটে লিখে গিয়েছেন তিনি৷
আসাম শিক্ষা দফতর এখন হাজিরা, স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির গোটা বিষয়টি ডিজিটাল করার পদক্ষেপ হিসেবে একটি অ্যাপ চালু করেছে। সব স্কুলে প্রধান শিক্ষককে অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন বিষয় সেখানে আপলোড করতে হয়। কিন্তু প্রধান শিক্ষক গোপালচন্দ্র শর্মা মোবাইল ব্যবহারে একেবারই স্বচ্ছন্দ ছিলেন না। নতুন সরকারি নিয়মে মোবাইল, অ্যাপের ব্যবহার, নিয়মিত আপলোড ইত্যাদি বাধ্যতামূলক হওয়ায় তিনি অবসাদে ভুগছিলেন। শনিবার সকালে সন্তপুর গ্রামের বাড়িতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাড়িতে মেলে সুইসাইড নোট। সেখানে তিনি স্কুলে মোবাইল ও সরকারি অ্যাপ ব্যবহারের চাপ আর সহ্য করতে পারছিলেন না বলে উল্লেখ করে গিয়েছেন৷ পুলিশ জানায়, তদন্ত চলছে।