NE UpdatesBarak UpdatesHappenings

অসহায় শিশুদের জন্য চিরিপুলেও কোচিং সেন্টার খুলল রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি

২৬ জানুয়ারি: চিরিপুলের পরিত্যক্ত সরকারি দালানবাড়িতে তাঁরা এসে আশ্রয় নিয়েছিলেন ২০০৩ সালে৷ মণিপুরের জখরাডহর থেকে ৫০ পরিবার জাতিবিদ্বেষের শিকার হয়ে পালিয়ে এসেছিলেন৷ সে দিন যারা কোলের শিশু ছিলেন, আজ তারা পরিণত৷ কিন্তু শরণার্থী জীবনে তাদের কারও পড়াশোনা হয়নি৷ তাই বর্তমান প্রজন্মকে স্কুলে পাঠান এরা৷ সেখানেও সমস্যার শেষ নেই৷ শুধু স্কুলে গিয়ে কি আর পড়া হয়! বাড়িঘরে যে কেউ নেই শেখানোর মত৷ গৃহশিক্ষক রাখারও সামর্থ নেই হতদরিদ্র পরিবারগুলির৷ এ বার এগিয়ে এল রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি৷ চিরিপুলেই খুলেছে কোচিং সেন্টার৷ ঈশানের আলো নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেন্টারটি পরিচালনার জন্য৷ শিক্ষিকার খরচ বহন করবে সোসাইটি৷ ছাত্রদের নিয়মিত টিফিনও করাবেন তারা৷

রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির অন্যতম কর্মকর্তা সুপ্রদীপ দত্তরায় বলেন, এক সমাজসেবী-শিক্ষিকা শান্তশ্রী সোমের ফেসবুক পোস্ট থেকে চিরিপুলের ওই মানুষদের কথা তিনি জানতে পেরেছেন৷ পরে নিজে সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলে কোচিং সেন্টার খোলার পরিকল্পনা নেন৷ প্রজাতন্ত্র দিবসের সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়৷ সুপ্রদীপবাবু ও শান্তশ্রী সোম দুজনই উপস্থিত ছিলেন৷ ছিলেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের রংপুর শাখার ম্যানেজার পল্লবী দে এবং অরুণাবন্দ বাগান হাসপাতালের চিকিৎসক দীপমালা দেবও৷

মণিপুরে বাড়িজমি ছেড়ে পালিয়ে আসা অর্জুন দাস, নৃপেন্দ্র দাসরা বলেন, ভরসার একটা জায়গা তৈরি হল৷ কোচিং সেন্টারে উপযুক্ত প্রশিক্ষণ পেলে ছেলেমেয়েরা বড় হয়ে যদি মণিপুরে ফেলে আসা বাড়িজমি উদ্ধারে সক্ষম হয়!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker