Barak UpdatesHappeningsBreaking News

17 students donate blood during celebration of International Women’s Day at Women’s College
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রক্ত দিলেন মহিলা কলেজের ১৭ ছাত্রী

৭ মার্চ: আন্তর্জাতিক মহিলা দিবসের প্রাকমুহুর্তে শিলচর মহিলা কলেজের এনএসএস ইউনিট, রেড রিবন ক্লাব, রোটারেক্ট ক্লাব অফ উইমেন্স কলেজ এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরাম যৌথভাবে এক রক্তদান শিবিরের আয়োজন করে। এই শিবিরে মোট কুড়িজন স্বেচ্ছায় রক্ত দান করেন। তাদের মধ্যে ১৭ জন ছাত্রী৷ বাকিরা কলেজের শিক্ষক-কর্মচারী৷

শুরুতে শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ তথা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলার সভাপতি ড. মনোজ কুমার পাল বলেন, ডাক্তার না হয়েও একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর মত মহৎ কাজ একজন করতে পারেন. রক্ত দানের মাধ্যমে । ছাত্রীদের উদ্দেশ্যে ড. পাল বলেন, যারা প্রথমবার রক্ত দিয়েছেন তারা নিশ্চয়ই রক্তদানের সম্পর্কে সব ভয়কে আজ কাটিয়েছেন। তারা তাদের এই অনুভূতির মাধ্যমে অন্যদের মনে রক্তদানের সম্পর্কে যেসব ভ্রান্ত ধারণা ও ভয়-ভীতি রয়েছে তা কাটাতে সাহায্য সক্ষম হবেন এবং আগামী দিনে আরো স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করতে এগিয়ে আসবেন।

প্রথমবার রক্তদান করার পর ছাত্রীরা এবং শিক্ষক-শিক্ষিকারা তাদের রক্তদান সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের পরবর্তী অংশে রোটারেক্ট ক্লাব অফ উইমেন্স কলেজের তরফে একটি স্যানিটারি ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়। কলেজ অধ্যক্ষ এবং রোটারেক্ট ক্লাবের পক্ষ থেকে নিশান্ত জৈন ভেন্ডিং মেশিনটি উদ্বোধন করেন।

পরবর্তী অংশে বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. সেরেশা রাও চক্রবর্তী এবং মহর্ষি বিদ্যামন্দিরের অধ্যাপিকা শতাক্ষি ভট্টাচার্য ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মেডিটেশনের মাধ্যমে কিভাবে নিজেদের শরীর এবং মনকে তাজা রাখা যায় তার বিভিন্ন পদ্ধতি বিশ্লেষণ করেন।

কলেজের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার তথা দর্শন বিভাগের বিভাগ প্রধান সংঘমিত্রা নাথ সকল রক্তদাতা এবং ছাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন এহেন পদক্ষেপ আগামী দিনে যুবসমাজকে রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসতে অনুপ্রেরণা দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker