Barak UpdatesHappeningsBreaking News
অসমের মানুষদের আধার সমস্যা সমাধানে রাজ্য সরকারকে উদ্যোগ নিতে আহ্বান
ওয়েটুবরাক, ১৩ মার্চঃ অসমে এনআরসির নামে সাতাশ লক্ষ নাগরিকের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে সেগুলিকে আটকে রাখা হয়েছে৷ এর দরুন ওই মানুষগুলি আধার করতে পারছেন না৷ না এনআরসি চূড়ান্ত হচ্ছে, না তাদের সমস্যার কোনও সুরাহা হচ্ছে৷ এ দিকে আধার না থাকার ফলে তাদের রেশন মিলছে না, মিলছে না বিনা খরচে স্বাস্থ্যসেবা সহ অন্য কোনও সুবিধা৷ অথচ এনআরসির প্রথম তালিকায় নাম না থাকার মধ্যে তাদের কোনও দোষ নেই৷ এনআরসি-র প্রথম তালিকায় যাদের নাম ছিল না, তাঁদের একাংশের ওই বায়োমেট্রিক সংগ্রহ করা হয়েছিল৷ এনআরসির পরবর্তী তালিকায় তাদের নাম উঠলেও বায়োমেট্রিকের তথ্য আটকেই রয়েছে৷ এ নিয়েই আগামী রবিবার শিলচর শহরে নাগরিক কনভেনশনের আহ্বান করেছে ফোরাম ফর সোশ্যাল হারমনি, ভাষা আইন সুরক্ষা সমিতি, মার্চ ফর সায়েন্স প্রভৃতি সংগঠন৷
বুধবার সাংবাদিক সম্মেলন করে ফোরাম ফর সোশ্যাল হারমনি-র অরিন্দম দেব বলেন, এনআরসি, আধারের নানা যন্ত্রণার মধ্যে সরকার সিএএ চালু করেছে৷ এখানে সুবিধা পাওয়ার জন্য যে সব নথি চাওয়া হয়েছে, অধিকাংশের পক্ষে সেসব সংগ্রহ করা একেবারে অসম্ভব৷ তাঁর আশঙ্কা, সরকার লক্ষ লক্ষ মানুষকে রাষ্ট্রহীন করে সস্তা শ্রমের ব্যবস্থা করছে৷ তাই এ বার নতুন আইন মেনে নাগরিকত্বের আবেদন করার আগে সবকিছু জেনেবুঝে নিতে অনুরোধ করেছেন মার্চ ফর সায়েন্সের কমল চক্রবর্তী৷
এ ছাড়াও সাংবাদিক সম্মেলনে সাংবাদিক ছিলেন এনটিইউআই-র মানস দাস, অসম মজুরি শ্রমিক ইউনিয়নের মৃণালকান্তি সোম, ভাষা আইন সুরক্ষা সমিতির হিল্লোল ভট্টাচার্য, কোরাসের বিশ্বজিত দাস প্রমুখ৷