India & World UpdatesHappeningsBreaking News
নিয়মে শিথিলতা এলেও বাড়ি ফিরতে পারবেন না পরিযায়ী শ্রমিকরা
Migrant labourers can move within the state but can’t go to their home state

19 এপ্রিলঃ সোমবার থেকে ‘নন হটস্পট’ এলাকাগুলিতে শিথিল হচ্ছে লকডাউনের নিয়মকানুন। কিন্তু তাতে লাভ হচ্ছে না ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের। তাঁরা ঘরে ফিরতে পারবেন না। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে জানিয়ে দিয়েছে। ওই শ্রমিকরা যে যেখানে রয়েছেন, সেখানেই স্থানীয় প্রশাসনের কাছে কাজের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন। প্রয়োজন অনুযায়ী তাঁদের কাজ দেওয়া হবে। তবে রাজ্যের মধ্যে এক জায়গা থেকে অন্যত্র যাওয়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্র।
১৫ এপ্রিল থেকে সারা দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার লকডাউন। চলবে ৩ মে পর্যন্ত। প্রথম দফায় লকডাউন ঘোষণার পরেই বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা।অনেকে দীর্ঘ পথ হেঁটে বাড়ি ফিরেছেন। অনেকে তাও পারেননি। কর্মস্থলেই আটকে পড়েছেন। অনেকেই রাজ্য সরকারগুলির ত্রাণ শিবিরে রয়েছেন। এরই মধ্যে সোমবার কিছু কাজকর্ম চালু করার বিজ্ঞপ্তি জারি হয়েছে। কৃষিকাজ, মাছ চাষ ও পশুপালন, উদ্যান পালন, শিল্প ও শিল্প প্রতিষ্ঠান, চা-কফি-রবার চাষ, সরকারি ও বেসরকারি অফিস কাল থেকেই খুলছে। শুরু হচ্ছে ১০০ দিনের কাজও। তবে সেগুলি শুধুই নন-হটস্পট এলাকায় এবং কাজ করতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে।