Barak UpdatesBreaking News
অম্বিকাপুর পূর্বপাড়ার স্বাস্থ্যশিবিরে চিকিৎসা পেলেন দু’শ প্রবীণ নাগরিক
১৭ সেপ্টেম্বর : অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটির উদ্যোগে ১৫ সেপ্টেম্বর, রবিবার অম্বিকাপট্টিতে বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে চর্মরোগ শিবির, চক্ষুদান শিবির এবং প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
এই চিকিৎসা শিবিরে প্রায় ২০০ জনের বেশি প্রবীণ নাগরিক সবধরনের চিকিৎসা সেবা পেয়েছেন। ৮৩ জন চর্মরোগ পরিষেবা নিয়েছেন এবং ১৩ জন চোখ দানের মতো মহৎ কাজ করেছেন।
এই চিকিৎসা শিবিরে মেডিসিন ও নেফ্রোলজি বিভাগে যথাক্রমে ছিলেন ডাঃ বাবলু বনিক এবং ডাঃ ধ্রুবজ্যোতি পাল। ডায়াবেটোলজিতে ছিলেন ডাঃ এস সূত্রধর। কার্ডিওলজি ও ইসিজিতে ছিলেন ডাঃ পিসি শর্মা, ডাঃ জে কর ও ডাঃ দীপঙ্কর দেব। অর্থোপেডিক্সে ছিলেন ডাঃ অরুণ কুমার সিপানি। ইএনটিতে ছিলেন ডাঃ সুব্রত পাল ও ডাঃ দেবরাজ দে। ইউরোলজিতে ছিলেন ডাঃ অনিরুদ্ধ বিশ্বাস। দন্ত বিশেষজ্ঞ ছিলেন ডাঃ কমল সেনগুপ্ত ও ডাঃ দেবশুভ্র কুন্ডু। চক্ষু শিবিরে ছিলেন ডাঃ সুদীপ চন্দ, ডাঃ গৌতম পাল ও ডাঃ শুভাশিস দেব।
এদিকে, চক্ষুদান শিবিরে ছিলেন শিলচর মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের প্রধান ডাঃ আশিস দেব ও সহকারী দল। চর্মরোগের শিবিরে বিশেষজ্ঞ ছিলেন ডাঃ অনুপ কুমার ভট্টাচার্য। প্যাথোলজিতে ছিলেন ডাঃ অরবিন্দ দাস। ল্যাবরেটরিতে সহযোগিতা করেছেন এসআরএল এবং এসআরচন্দ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও রিসার্চ সেন্টার। এখানে রোগীদের বিনামূল্যে ব্লাড সুগার টেস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, ইসিজি, আরও অনান্য শল্য পরীক্ষা করানো হয়।