NE UpdatesHappeningsBreaking News
ভুয়ো টেট নিয়োগ, চার্জশিট দাখিল করল সিআইডি
৩ ডিসেম্বর ঃ সিআইডি রাজ্যের বিটিসিতে ভুয়ো টেট উত্তীর্ণ প্রমাণপত্রের মাধ্যমে শিক্ষকপদে নিয়োগপ্রাপ্ত ৩৩ জন শিক্ষক সহ ৪০ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। বিটিসি এলাকায় ভুয়ো টেট উত্তীর্ণ প্রমাণপত্রের ওপর ভিত্তি করে নিযুক্তি লাভ করা ৩৩ জন শিক্ষক ও বাকি ৭ জন অভিযুক্তের মধ্যে একজন নগাও-এর সরকার অনুমোদিত একটি কলেজে অধ্যাপক, তিন জন রাজ্য সরকারের কর্মচারী ও তিন জন অন্য ব্যক্তি বলে জানিয়েছে সিআইডি।
সি আইডি শুক্রবার নিম্ন আদালতে মামলাটির প্রথম অভিযোগনামা দাখিল করে। মামলাটি পঞ্জীয়ন করার তারিখ থেকে ৬০ দিনের মধ্যে অভিযোগনামা দাখিল করা হয়।
উল্লেখ্য, মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার নিৰ্দেশে সিআইডি ৩৬ জন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ৩ অক্টোবর টেট শিক্ষকের নিযুক্তি কেলেঙ্কারির তদন্ত শুরু করেছিল। সি আই ডি আসমের কামরূপ (গ্রামীণ), চিরাং, ওদালগুড়ি, নগাঁও ও হোজাই জেলায় তল্লাশি চালিয়ে ৩৩ জন শিক্ষক ও অন্য ৭ জনকে গ্রেফতার করেছিল। বর্তমানে সব অভিযুক্ত কারাগারে বন্দি রয়েছে।